Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লাইট জটিলতায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন স্থগিত


১৩ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫২ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৩

ঢাকা: ফ্লাইট জটিলতায় ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন স্থগিত করা হয়েছে। সীমান্ত সম্মেলনের তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি ও কলকাতা টু ঢাকাসহ সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন (DGLT)-এ যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধিদল তাদের নিজস্ব এয়ার ক্রাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফ এর এয়ার ক্রাফটের কারিগরি সমস্যার কারণে বিএসএফ প্রতিনিধিদল ঢাকায় আসতে পারেননি। ফলে আজকে যে সীমান্ত সম্মেলন শুরু হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের পরিবর্তিত সময়সূচি অদ্যাবধি নিশ্চিত করা যায়নি। পরে তা জানানো হবে।’

ফ্লাইট জটিলতা বাংলাদেশ বিএসএফ বিজিবি ভারত সীমান্ত সম্মেলন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর