কোভিড-১৯: স্পেনের রাজকন্যা কোয়ারেনটাইনে
১৩ সেপ্টেম্বর ২০২০ ১২:২৫ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৮
স্কুলের সহপাঠী করোনা আক্রান্ত হওয়ার পর কোয়ারেনটাইনে রয়েছেন স্পেনের রাজকন্যা লিওনর। রাজপরিবারের মুখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
এর আগে, মাদ্রিদের একটি স্কুলে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গেই স্পেনের এই ১৪ বছর বয়সী রাজকন্যার কোভিড-১৯ টেস্ট সম্পন্ন হয়। সেখানে, তার এক সহপাঠী করোনা পজিটিভ হওয়ায়, সতর্কতামূলকভাবে তাকে কোয়ারেনটাইনে রেখেছে স্পেনের রাজপরিবার।
এদিকে, স্পেনের সিংহাসনের উত্তরসূরী রাজকন্যা লিওনর কোয়ারেনটাইনে থাকলেও, তার বাবা রাজা ফেলিপ এবং মা রানি লেটিজিয়া নিয়মিতভাবে রাজকার্যে অংশ নিচ্ছেন বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।
অন্যদিকে, নভেল করোনাভাইরাস সংক্রমণের মুখে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহে স্পেনের স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। দেশটির অন্তত ৮০ লাখ শিক্ষার্থী পুনরায় স্কুলে ফিরেছে। যদিও, স্কুল খোলার সঙ্গেসঙ্গেই শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ করোনা পজিটিভ হয়েছে। তাই, স্পেনের কোথাও কোথাও ১৪-১৮ বছর বয়সীদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আরও এক সপ্তাহ অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি – পাঁচ লাখ ৬৬ হাজার ৩২৬ জন। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭৪৭ জনের।