Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে শিশু ধর্ষণ, মেডিকেল রিপোর্ট পরিবর্তনের অভিযোগ


১২ সেপ্টেম্বর ২০২০ ১৭:২২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ২০:৫০

নড়াইল: জেলার উজিরপুর এলাকায় চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় মেডিকেল রিপোর্ট পরিবর্তনের অভিযোগে উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই অভিযোগ করা হয়।

উজিরপুর এলাকাবাসীর আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম তারুণ্য হানড্রেড’র সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সঠিক রিপোর্ট দেওয়ার দাবিও জানানো হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হানড্রেড’র প্রতিষ্ঠাতা রাসেল বিল্লাহ, উজিরপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান খন্দকারসহ অন্যরা।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, ‘ওই শিশুকে হাসপাতালে ভর্তির সময় কর্তব্যরত চিকিৎসক, অভিজ্ঞ নার্সের সহযোগিতায় প্রাথমিক পরীক্ষা শেষে ধর্ষণের আলামত আছে বলে জানান। কিন্তু পরবর্তীতে ধর্ষক অপু বিশ্বাসের বাবার টাকার জোরে হাসপাতাল থেকে ধর্ষণের রির্পোট পরিবর্তন করে দেওয়া হয়। অবিলম্বে এ সঠিক রিপোর্ট না দেওয়া হলে এ ব্যাপারে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।’

জানা গেছে, গত ৩০ আগস্ট রোববার দুপুরে নড়াইল পৌরসভার উজিরপুরে প্রতিবেশি বখাটে অপু বিশ্বাস শিশুটিকে মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভনে বাড়ির পাশের নির্জন বাগানের ঝোপে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরলেও ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। রাতে শিশুট মাকে ঘটনাটি জানায় সে। পরে খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হানড্রেড’র সহযোগিতায় ওইদিন রাত সাড়ে ১১টার দিকে নির্যাতিতাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

একই সাথে বখাটে অপুকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হয়েছে।

বিজ্ঞাপন

টপ নিউজ নড়াইল প্রেসক্লাব মানববন্ধন মেডিকেল রিপোর্ট শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর