Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার কাহালুতে যুবককে কুপিয়ে হত্যা


১২ সেপ্টেম্বর ২০২০ ১০:০৫

বগুড়া: বগুড়ার কাহালুতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুল আলীম (২২) পুরাতন মোটরসাইকেল কেনাবেচার ব্যবসা করতেন। তিনি কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রামের বুলু প্রামানিকের ছেলে। পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বেলা সোয়া ১টার দিকে আব্দুল আলীম তার মোটরসাইকেল নিয়ে উপজেলার দুর্গাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পখিতলা ব্রিজের পেছন দিক থেকে আরেকটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে আলীমের মাথায় আঘাত করে। তিনি চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে সেখানে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলীমের লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। নিহত আলীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া যুবককে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর