Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা-এসপার ফোনালাপে প্রতিরক্ষা সম্পর্ক অটুট রাখার অঙ্গীকার


১১ সেপ্টেম্বর ২০২০ ২২:৫১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ০৮:৪৪

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুক্রবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি ড. মার্ক টি. এসপার ফোনে কথা বলেছেন। ফোনালাপে উভয় নেতা পারস্পরিক স্বার্থ ও মূল্যবোধের সমর্থনে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট মুখপাত্রের কার্যালয় এর বরাত দিয়ে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ডিফেন্স সেক্রেটারি ড. মার্ক টি. এসপারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনে বলা কথা প্রসঙ্গে সরকারি বিবৃতি শীর্ষক বার্তায় জানান হয়, ‘যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি ড. মার্ক টি. এসপার শুক্রবার (১১ সেপ্টেম্বর ) বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময়ে, সেক্রেটারি এসপার কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেয়া পদক্ষেপ এবং প্রতিবেশী দেশগুলোর মঙ্গলার্থে তার সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেন।’

বিজ্ঞাপন

বার্তায় আরও বলা হয়, ‘উভয় নেতা সকল দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেছেন এবং সামুদ্রিক ও আঞ্চলিক সুরক্ষা, বৈশ্বিক শান্তিরক্ষা, এবং বাংলাদেশের সামরিক সামর্থ্যকে আধুনিকীকরণের উদ্যোগসহ সুনির্দিষ্ট দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বিষয়ক অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থ ও মূল্যবোধের সমর্থনে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।’

এসপার প্রতিরক্ষা সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

চোট কাটিয়ে বিপিএলে ফিরছেন সৌম্য
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩১

৩৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:১৮

আরো

সম্পর্কিত খবর