Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে পরীক্ষামূলক ফেরি চালু


১১ সেপ্টেম্বর ২০২০ ২২:০৭

মুন্সীগঞ্জ: নাব্য সংকটের কারণে বন্ধ থাকার ৮ দিন পরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে শিমুলিয়া ঘাট থেকে যান নিয়ে কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশে রওয়ানা দেয় তিনটি ফেরি।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল এ খবর নিশ্চিত করেছেন। এর আগে, গত ৩ সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

বিজ্ঞাপন

ঘাটের সহকারী ব্যবস্থাপক বলেন, ‘বিআইডব্লিউটিএ থেকে আমাদের জানানো হয়েছে যে ড্রেজিং করে চ্যানেলে নাব্য ফেরানো হয়েছে। তাই পরীক্ষামূলকভাবে আমরা ফেরি চালু করেছি। ২ নম্বর ঘাট থেকে রো রো ফেরি জাহাঙ্গীর ও ফেরি কাকলি এবং ৩ নম্বর ঘাট থেকে ফেরি ক্যামেলিয়া ছেড়ে গেছে। এই তিনটি ফেরি নির্বিঘ্নে কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছাতে পারলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।’

কাজে আসছে না ড্রেজিং, শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে ফেরি বন্ধ

তিনি আরও জানান, এ মুহূর্তে শিমুলিয়া ঘাটে তেমন একটা যানবাহনের চাপ নেই। কিছু পণ্যবাহী ট্রাক ও পিকআপ আছে।

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত শিমুলিয়া ঘাটে নাব্য সংকটে আট দিন ধরে ফেরি চলাচল বন্ধ ছিলো। যে কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় যাত্রী সাধারণ ও চালকদের।

কাঁঠালবাড়ি ঘাট ফেরি চলাচল শিমুলিয়া ঘাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর