Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলবাড়িতে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা


১১ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩৪

কুড়িগ্রাম: বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার খড়িয়াটারী গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও নির্যাতিতার পরিবার সদস্যরা জানান, উপজেলার দাশিয়ার ছড়া খড়িয়াটারী গ্রামের আফছার আলীর ছেলে লিটন মিয়া (২০) এইচএসসিতে লেখাপড়ার পাশাপাশি টংকারমোড়ে বাজারে একটি কম্পিউটার দোকান চালান। সেখানে ওই ছাত্রীর সাথে পরিচয় হয়। তারপর প্রেমের সর্ম্পক গড়ে উঠে উভয়ের মাঝে।

বিজ্ঞাপন

লিটন মিয়া গত মঙ্গলবার সকালে মোবাইল ফোনের মাধমে ওই ছাত্রীকে বিয়ে করার প্রস্তাব দেন। মোবাইল ফোনে সব ঠিকঠাক করে একপর্যায়ে লিটন তার বন্ধু একই গ্রামের আব্দুল মামুদের ছেলে ফরিদকে পাঠিয়ে দেন ওই ছাত্রীকে নিয়ে আসার জন্য। ওইদিন বিকাল বেলা প্রেমিকের বন্ধুর সাথে চলে আসে ওই ছাত্রী। পরে লিটন কৌশলে পাশ্ববর্তী আবু মুন্সীর বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে সে পালিয়ে যায়।

নির্যাতিতা ছাত্রীর বড়ভাই জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই লম্পট লিটন আমার বোনের ইজ্জত নষ্ট করেছে। আমরা তার উপযুক্ত বিচার চাই।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, ধর্ষণের অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য আদালতের মাধ্যমে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

থানায় মামলা ধর্ষণ ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর