ঢাবির টিএসসি থেকে জিনিয়াকে অপহরণ: আসামি লোপা কারাগারে
১১ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৩
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা শিশু জিনিয়াকে অপহরণের ঘটনায় গ্রেফতার নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ সময় মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের এস আই মো. শাহজাহান মিয়া দুই দিনের রিমান্ড শেষে লোপাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এদিকে আসামিপক্ষে আতাহার হোসেন ফরাজী জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শরিফুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৮ সেপ্টেম্বর লোপার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে মহানগর গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় লোপা তালুকদারকে আটক করে পুলিশ।
জিনিয়া জিনিয়াকে অপহরণ টপ নিউজ টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় লোপা