Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু


১১ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৫

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আসাদুল ইসলাম (২৫) ও খাইরুল ইসলাম (২০)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

সহকর্মী আবু তালেব জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লক, ১৮ নম্বর রোডে একটি ১৩ তলা ভবনে কাজ করছিলেন তারা। দুজনেই পেশায় রাজমিস্ত্রী। ভবনটির ১০ তলার বাইরের দিকে মই বেঁধে কাজ করার সময় দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকর্মীরা জানায়, রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার সমাসপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে আসাদুল। আর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাসুদেবপুর গ্রামের আক্তারুল ইসলামের ছেলে খাইরুল। তারা দুজনই নির্মানাধীন ওই ভবনেই থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীতে শ্রমিকের মৃত্যু শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর