Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলাদা হাসপাতাল পাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা, প্রস্তাবনা তৈরি


১১ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩৫

ঢাকা: প্রাথমিক শিক্ষকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আলাদা একটি হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য গেল সপ্তাহে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে প্রধান করে ৩২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আর হাসপাতালটির নাম প্রস্তাব করা হয়েছে ‘প্রাথমিক শিক্ষা পরিবার হাসপাতাল’।

বর্তমানে প্রাথমিক শিক্ষার সঙ্গে ৪ লাখ ২০ হাজার শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী জড়িত। যাদের অনেকেই চিকিৎসা সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন নিয়মিত। করোনা পরিস্থিতিতেও অনেক শিক্ষক যথাযথ চিকিৎসা পাননি বলে অভিযোগ উঠেছে। এজন্য ঢাকা কিংবা এর পার্শ্ববর্তী এলাকায় একটি হাসপাতাল নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, হাসপাতাল নির্মাণের জন্য ইতোমধ্যেই একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

অধিদফতরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রেজ্জাক সিদ্দিকী বলেন, হাসপাতাল গঠন করার জন্য একটি মূল কমিটি ও চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে। মূল কমিটির প্রধানের দায়িত্বে রয়েছেন ডিপিই এর মহাপরিচালক মো. ফসিউল্লাহ। জমি নির্বাচন, হাসপাতালের গঠন ও সেবা সংক্রান্ত বিষয়ে উপকমিটিগুলো মূল কমিটিকে প্রস্তাবনা তৈরিতে সহযোগিতা করবে। যা পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এখানে অনুমোদন পাওয়া গেলে শুরু হবে নির্মাণ কাজ।

অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, প্রাথমিক শিক্ষার সঙ্গে কয়েক লাখ মানুষের জীবন ওতোপ্রোতভাবে জড়িত। অসুস্থ হলে এদের অনেকেই ঠিকমতো চিকিৎসা পায়না। করোনার সময়ে আমরা অনেক অভিযোগ পেয়েছি। এইসব বিবেচনায় আমরা হাসপাতাল নির্মাণের কাজে হাত দিয়েছি। প্রাথমিক শিক্ষকদের এই দুর্দশাটি আমরা লাঘব করতে চাই।

বিজ্ঞাপন

আলাদা হাসপাতাল প্রাথমিক শিক্ষক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর