Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও একবার পেছাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ


১০ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ০০:৩১

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ আরও একবার পিছিয়েছে। আগামী ১২ অক্টোবর এই প্রতিবেদন দখিলের নতুন দিন ঠিক করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়া প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।

বিজ্ঞাপন

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা। দেশের অভ্যন্তরে কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে সংশ্লিষ্টদের ধারণা।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে একটি মামলা করেন। মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

এরপর ২০১৬ সালের ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছিলেন আদালত। সেই থেকে মামলাটির তদন্ত চলছে। কিন্তু প্রায় সাড়ে চার বছরেও মামলার প্রতিবেদন দাখিল করতে পারেনি সিআইডি।

তদন্ত প্রতিবেদন প্রতিবেদন দাখিলের তারিখ বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর