Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ কার্যদিবসে শেষ হলো সংসদের নবম অধিবেশন


১০ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ০৯:৫৭

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া একাদশ সংসদের নবম অধিবেশন পাঁচ কার্যদিবসে শেষ হয়েছে। করোনা সংক্রমণের মধ্যেই অনুষ্ঠিত আগের দুই অধিবেশনের মতোই সংসদ সদস্যরা মাস্ক ও গ্লাভস পরে সামাজিক দূরত্ব বজায় রেখে এই অধিবেশনে অংশ নিয়েছেন। অধিবেশন কক্ষে কর্মরত কর্মচারীরাও একইভাবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর মাধ্যমেই শেষ হয় অধিবেশনের কার্যক্রম।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির এই আদেশ পাঠের আগে স্পিকার তার বক্তব্যে জানান, সদ্য সমাপ্ত এই অধিবেশনে ছয়টি বিল পাস হয়েছে। উত্থাপন হয়েছে আরও দু’টি বিল। এছাড়া একটি বিল প্রত্যাহার করা হয়েছে। অধিবেশনের জন্য ৭১ বিধিতে ৩৮টি নোটিশ পাওয়া গেছে। তবে কোনো নোটিশ নিয়ে আলোচনা হয়নি। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ২৭টি প্রশ্ন পাওয়া যায় এই অধিবেশনে। এর মধ্যে তিনি সাতটি প্রশ্নের উত্তর দেন। অন্য মন্ত্রীদের জন্য পাওয়া ৬৬১টি প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া হয়েছে ১৮২টির।

করোনা সংক্রমণের মধ্যে অনুষ্ঠিত আগের দুই অধিবেশনের মতো এবারও অধিবেশনে যোগ দেওয়ার আগে সংসদ সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নেওয়া হয়। তাদের সামাজিক দূরত্ব মেনে অধিবেশন কক্ষে বসানো হয়। অধিবেশনে এমপিদের উপস্থিতি ৮০ থেকে ৯০ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। সংসদ অধিবেশন চলাকালে দায়িত্বরত সব কর্মকর্তা-কর্মচারীরও করোনাভাইরাস পরীক্ষা করা হয়। সংসদে গণমাধ্যমকর্মীদের প্রবেশ ছিল বন্ধ।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর এটি ছিল তৃতীয় অধিবেশন। এর আগে একাদশ সংসদের অষ্টম তথা বাজেট অধিবেশনটি শেষ হয়েছিল ৯ জুলাই। সংবিধানের বিধান মতে সংসদের দু’টি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। এ কারণে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই এই অধিবেশনটি ডাকতে হয়।

বিজ্ঞাপন

এর আগে চলতি সংসদের ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ২২ মার্চ বিশেষ অধিবেশন আয়োজনের পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় সে পরিকল্পনা বাতিল করা হয়। পরে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয় সপ্তম অধিবেশন। নিয়ম রক্ষার ওই অধিবেশনটি স্থায়ী হয় মাত্র সোয়া এক ঘণ্টা। এটিই সংসদের সংক্ষিপ্ততম অধিবেশন।

এরপর ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস করতে ১০ জুন শুরু হয় সংসদের অষ্টম তথা বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনটি ৯ জুলাই শেষ হলেও স্থায়ী হয় মাত্র ৯ কার্যদিবস। এত সংক্ষিপ্ত বাজেট অধিবেশনেরও নজির এর আগে কখনো ছিল না।

৫ কার্যদিবস একাদশ জাতীয় সংসদ নবম অধিবেশন সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর