পতেঙ্গা সৈকতে জাহাজ কাটা: ৮ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
১০ সেপ্টেম্বর ২০২০ ২০:১৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে অনুমোদন ছাড়া জাহাজ কেটে পরিবেশের ক্ষতি করায় মালিককে আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ সংক্রান্ত অভিযোগের ওপর শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ পতেঙ্গা সমুদ্র সৈকতে জাহাজ কাটার খবর পেয়ে অভিযান চালান। এসময় তিনজনকে আটক করা হয়। অনুমোদন ছাড়া জনৈক ইউসুফ হোসেনের মালিকানাধীন ‘এমভি নিউ গোলাম রহমান’ নামে জাহাজটি সৈকতের পশ্চিম পাশে কাটা হচ্ছিল। গত ২১ জুন লাইটারেজ জাহাজটি চট্টগ্রাম থেকে যশোরে যাওয়ার পথে তলা ফেটে ডুবে যায়। এরপর সেটিকে উদ্ধার করে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় নিয়ে আসা হয়েছিল।
সৈকতে আনার পর অনুমোদন ছাড়া সেটি কাটতে শুরু করায় বন্দর ম্যাজিস্ট্রেট কাটায় পোর্ট অথরিটি অর্ডিনেন্স ১৯৭৩ অনুযায়ী মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। খবর পেয়ে ওইদিনই ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদফতরের পরিদর্শক আবুল মুনসুর মোল্লা। জাহাজের মালিকপক্ষকে বৃহস্পতিবার শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।
পরিবেশ অধিদফতরের কর্মকর্তা নূরুল্লাহ নূরী সারাবাংলাকে বলেন, ‘১৬৫ ফুট দৈর্ঘ্য এবং ৩০ ফুট প্রস্থের জাহাজটি অনুমোদন ছাড়াই কাটা হচ্ছিল। সমুদ্র সৈকতে এভাবে প্রকাশ্যে জাহাজ কাটার ঘটনা নজিরবিহীন। শুনানিতে জাহাজের মালিক কর্তৃপক্ষকে পরিবেশ ছাড়পত্র ছাড়া ডকইয়ার্ডের বাইরে নিষিদ্ধ এলাকায় জাহাজ কাটার অপরাধে আট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।’