শিক্ষক নিয়োগে জালিয়াতি: সাবেক এমপি শামছুলের নামে দুদকের ২ মামলা
১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:১০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪৭
ঢাকা: চাঁদপুরের ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে শিক্ষক নিয়োগে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মো. শামছুল হক ভূঁইয়াসহ চার জনের বিরুদ্ধে কুমিল্লায় দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুদক সূত্র জানিয়েছে, দুদকের সহকারী পরিচালক মো. মহাতাব উদ্দিন বাদী হয়ে কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দু’টি দায়ের করেছেন।
একটি মামলায় আসামি করা হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোহেববুল্লাহ খান, সাবেক সংসদ সদস্য ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী মো. শামছুল হক ভূঁইয়া এবং প্রভাষক (নন-এমপিও) মো. বেলায়েত হোসেন খানকে।
এ মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা একে অন্যের সহযোগিতায় জাল ডক্যুমেন্ট ব্যবহার করে মোহাম্মদ মোহেববুল্লাহ খানকে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে স্থায়ী পদে দেখিয়ে ১৯৯৯ সালের ২১ মার্চ থেকে ২০১৯ সালের ৩০ মার্চ পর্যন্ত বেতন-ভাতা বাবদ ১ কোটি ২ লাখ ৭২ হাজার ১৭২ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
আরেক মামলায় প্রকৌশলী মো. শামছুল হক ভূঁইয়ার সঙ্গে আসামি করা হয়েছে মো. বেলায়েত হোসেন খান ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের প্রভাষক (দর্শন) কানিজ ফাতেমাকে।
এ মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা একে অন্যের সহযোগিতায় কানিজ ফাতেমার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা (স্নাতকোত্তর ডিগ্রি) না থাকা সত্ত্বেও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে প্রভাষক পদে নিয়োগের মাধ্যমে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত বেতন-ভাতা বাবদ ৩১ লাখ ৭২ হাজার ৯০৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
অর্থ আত্মসাৎ গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ চাঁদপুরের ফরিদগঞ্জ দুদকের মামলা শিক্ষক নিয়োগে জালিয়াতি সাবেক এমপি শামছুল হক