বৈরুত বন্দরে ফের আগুন, জনমনে আতংক
১০ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫১
ভয়াবহ বৈরুত বিস্ফোরণের ৩৭ দিনের মাথায় ফের বৈরুত বন্দরে আগুনের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা এবং কালো লম্বা ধোঁয়া দেখার কথা জানিয়েছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের অনলাইন সংস্করণ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে বৈরুত বন্দরের ওই আগুনের ঘটনায় জনমনে আতংক বিরাজ করছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল।
এদিকে, লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে ডেইলি মেইল জানিয়েছে, বন্দরের কয়েকটি টায়ার ও তেলের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।
এর আগে, আগস্টের চার তারিখ বৈরুত বন্দরের একটি অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামে লাগা আগুন থেকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৯০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাড়ে ছয় হাজার। ওই বিস্ফোরনের ঘটনায় বন্দর লাগোয়া অনেক ভবন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।