Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত্যু আরও ৪১ জনের, সুস্থতার হার ছাড়ালো ৭০%


১০ সেপ্টেম্বর ২০২০ ১৭:২০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩৫

আগের দিনের মতো দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে আরও ৪১ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত মোট ৪ হাজার ৬৩৪ জন মারা গেলেন। এদিন করোনায় আক্রান্ত আরও ১ হাজার ৮৯২ জন শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত শনাক্ত হলেন ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন করোনায় আক্রান্ত ২ হাজার ৭৪৬ জন। সব মিলিয়ে করোনায় আক্রান্ত মোট ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাবে করোনা সংক্রমণের বিপরীতে সুস্থতার হার ৭০ শতাংশ পেরিয়ে গেছে। করোনায় সুস্থতার হার এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ। গত মাসখানেক হলো সুস্থতার হার ক্রমান্বয়ে বাড়ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আগের দিনের মতোই করোনাভাইরাসের পরীক্ষা হয়েছে মোট ৯৪টি ল্যাবে। এসব ল্যাবে মোট নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৬৪২টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৫৯টি। এ নিয়ে সব মিলিয়ে দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হলো ১৬ লাখ ৯০ হাজার ১১টি।

গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে ১ হাজার ৮৯২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ১৬ শতাংশ। অন্যদিকে এখন পর্যন্তে মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৯ দশমিক ৭০ শতাংশ।

সুস্থতার হার বাড়ছে

স্বাস্থ্য অধিদফতর থেকে পাওয়া গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, করোনায় আক্রান্ত হয়ে সুস্থতার হার বাড়ছে। গত ৪ আগস্ট থেকেই সুস্থতার হার ছিল ৫৭ শতাংশের ঘরে। সবশেষ ১৮ আগস্ট এই হার ছিল ৫৭ দশমিক ৬৭ শতাংশ। এরপর থেকে প্রায় প্রতিদিনই যত জন নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, তার চেয়ে বেশি করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। ফলে প্রায় প্রতিদিনই অল্প অল্প করে বেড়েছে সুস্থতার হার।

বিজ্ঞাপন

এ মাসের শুরু থেকেও একই প্রবণতা অব্যাহত আছে। ১ সেপ্টেম্বর ১ হাজার ৯৫০ জন শনাক্ত হলেও সুস্থ হয়ে উঠেছিলেন ৩ হাজার ২৯০ জন। ওই দিন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিল ৬৬ দশমিক ১০ শতাংশ। সবশেষ আজ ১ হাজার ৮৯২ জন শনাক্ত হলেও সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৬ জন। আজ সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ১৪ শতাংশে। অর্থাৎ গত ১০ দিনের ব্যবধানেই সুস্থতার হার বেড়েছে ৪ শতাংশের বেশি।

মৃত্যুর হার ১.৩৯ শতাংশ

এদিকে, করোনাভাইরাসের সংক্রমিত বিবেচনায় মৃত্যুর হার আগের দিনের মতোই ১ দশমিক ৩৯ শতাংশে স্থির রয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৪১ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩১ জন, বাকি ১০ জন নারী। এখন পর্যন্ত করোনা মৃত্যুবরণ করা মোট মানুষের মধ্যে ৩ হাজার ৬১৩ জন পুরুষ, এক হাজার ২১ জন নারী। শতাংশের হারে মৃতদের মধ্যে পুরুষ ৭৭ দশমিক ৯৭ শতাংশ, নারী ২২ দশমিক ০৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের তথ্য বিশ্লেষণ করে আরও দেখা যায়, ৪১ জনের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ষাটোর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১১ জন ও ৪১ থেকে ৫০ বছর বয়সী আট জন। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী দুই জন ও ১১ থেকে ২০ বছর বয়সী একজন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

বয়সের হিসাবে এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে ২০ জন, (দশমিক ৪৩ শতাংশ), ১১ থেকে ২০ বছরের মধ্যে ৪০ জন (দশমিক ৮৬ শতাংশ), ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১০৯ জন (২ দশমিক ৩৫ শতাংশ), ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৭৯ জন (৬ দশমিক ০২ শতাংশ), ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬০৯ জন (১৩ দশমিক ১৪ শতাংশ), ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ হাজার ২৫৮ জন (২৭ দশমিক ১৫ শতাংশ) এবং ৬০ বছরের বেশি বয়সী ২ হাজার ৩১৯ জন (৫০ দশমিক ০৪ শতাংশ)।

করোনাভাইরাস করোনায় আক্রান্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কোভিড-১৯ টপ নিউজ সুস্থতার হার স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর