Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবল বর্ষণে সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি


১০ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫০

সিরাজগঞ্জ: গত কয়েকদিনের প্রবল বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ১৬ সেন্টিমিটার বেড়েছে। অপরদিকে, কাজিপুর পয়েন্টে বেড়েছে ২২ সেন্টিমিটার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১২.৫৮ মিটার। যা বুধবার ছিল ১২.৪২ মিটার। যা বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

অপরদিকে, কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৪.৪৮ মিটার। যা বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে যমুনার পানি ১৪.৪৮ মিটার থেকে বেড়ে ১৪.৭০ মিটার হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিৎ কুমার সরকার বলেন, ‘প্রবল বর্ষণের কারণে যমুনার পানি বেশ কিছুদিন ধরেই বাড়ছে-কমছে। গত তিনদিন ধরে ফের পানি বাড়ছে। তবে এবার বিপৎসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই।’

কাজিপুর পয়েন্ট প্রবল বর্ষণ যমুনা নদীর পানি সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর