Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ডাব ১০০ টাকা


১০ সেপ্টেম্বর ২০২০ ০৮:৩৩ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ১৩:১১

ঢাকা: রাজধানী ঢাকার বাজারে ডাবের দাম চড়া। আকার ভেদে ৮০টাকা থেকে ১০০টাকা দরে বিক্রি হচ্ছে প্রতিটি ডাব। কোথাও কোথাও ১২০টাকা দরেও বিক্রি হতে দেখা গেছে।

বিক্রেতারা জানালেন, এখন বাংলায় ভাদ্র মাস চলে। ভাদ্র মাসে গাছে তেমন কচি ডাব থাকে না। অন্যদিকে এ সময়ে বাজারেও ডাবের চাহিদাও অনেক বেশি। এ কারণে বাজারে ডাবের দাম চড়া।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ডাবের এমন চড়া দাম দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, এক থেকে দেড় গ্লাস পানি হবে এমন আকারে ডাবের দাম ১০০ টাকা। এর থেকে আরও একটু ছোট হলে ৮০ টাকা। বাজারে এখন ৭০ টাকার নিচে কোনো ডাব নেই। তবে কচি ডাব নিতে হলে ক্রেতাকে ১০০টাকাই গুনতে হচ্ছে।

রাজধানীর উত্তর বাড্ডা বাজারের ডাবের দোকানদার মাহফুজুর রহমান বলেন, ভাদ্র মাসে সাধারণত গাছে কচি ডাব তেমন থাকে না। গরমের কারণে বাজারে ডাবের চাহিদা অনেক বেশি থাকে। এ কারণে ডাবের দাম বাড়তি।

এ সময় কথা হয় ডাব ক্রেতা রহমত উল্লাহর সঙ্গে। তিনি জানান, তার ঘরে দুইজন জ্বরে আক্রান্ত। তাদের জন্য ডাব কিনতে এসেছি। কিন্তু বাজারে ডাবের যে দাম, তা দেখে তো তৃষ্ণা মিটে গেছে। তারপরও রোগীর জন্য যেহেতু ডাব লাগবে বেশি দাম হলেও কিন্তু হবে কি আর করার। ১০০ টাকা করে ডাব কিনে নিয়ে যাচ্ছি।

আরেক ডাব ক্রেতা ইয়াসমিন আক্তার বলেন, বাজারে ডাবের যে দাম তা দেখে ডাব খাওয়ার স্বাদ মিটে যায়। কিন্তু রোগীর জন্য ডাব নিতে হবে। এ কারণে বেশি দাম দিয়েই নিচ্ছি।

তিনি বলেন, বাসায় একজনের ডেঙ্গু আর আরেকজনের জন্ডিস। দুজনেরই ডাব লাগে। কোথায়ও কোনো ডাব নেই। এ কারণে কারওয়ানবাজার থেকে ডাব নিচ্ছি।

বিজ্ঞাপন

বছরের এই সময়ে ডাবের অনেক চাহিদা থাকে। কিন্তু চাহিদার তুলনায় বাজারে ডাব কম থাকায় দামও তখন বেড়ে যায়।

একশ টাকা ডাব ভাদ্র মাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর