Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পুকুর থেকে এমপি নদভীর ভাইয়ের মরদেহ উদ্ধার


১০ সেপ্টেম্বর ২০২০ ০০:০৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ০০:৫৩

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবু ওয়াফা মো. শাহাবুদ্দিনের (৬৫) নামে এই ব্যক্তি চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর ভাই।

বুধবার (০৯ সেপ্টেম্বর) উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ি এলাকায় নিজ বাড়ি সংলগ্ন পুকুরে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পরিবারের সদস্যরা জানিয়েছেন মঙ্গলবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুপুরে বাড়ির লোকজন ভাসমান অবস্থায় মরদেহটি দেখে পুলিশকে খবর দেন।

ওই ব্যক্তি বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ হওয়ায় দুর্ঘটনাবশত পুকুরে পড়ে যান বলে পুলিশের ধারণা। তবে এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

এমপি নদভী এমপির ভাই টপ নিউজ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর