যমুনা ব্যাংকে ভিসা সিগনেচার কন্টাক্টলেস ক্রেডিট কার্ড চালু
৯ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ২৩:১০
গ্রাহকদের জন্য নতুন ভিসা সিগনেচার কন্টাক্টলেস ক্রেডিট কার্ড চালুর ঘোষণা দিয়েছে যমুনা ব্যাংক লিমিটেড। এনএফসি পজ (NFC POS) টার্মিনালগুলোতে নতুন ধরনের এই ক্রেডিট কার্ড ‘ট্যাপিং’ করে গ্রাহকরা আরও নিরাপদে লেনদেন করতে পারবেন।
যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ বলেন, আমাদের নতুন ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডে (এনএফসিসহ) রয়েছে সুরক্ষিত প্রযুক্তি। এর মাধ্যমে আমাদের গ্রাহকদের কাউন্টারে কম সময় ব্যয় হবে এবং গ্রাহকরা লেনদেনের স্বাধীনতাও উপভোগ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এনএফসি কন্টাক্টলেস ক্রেডিট কার্ড ভিসা কার্ড ভিসা সিগনেচার যমুনা ব্যাংক