Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলায় নাজেহাল বিএনপির এমপি হারুনের ক্ষোভ


৯ সেপ্টেম্বর ২০২০ ২১:২৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ২১:৩২

ফাইল ছবি: হারুনুর রশীদ

ঢাকা: নিজ নির্বাচনী এলাকায় ভূমিদস্যুদের করা মামলায় নাজেহাল বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে এ বিষয়ে কার্যপ্রণালী বিধির ২৭৪ এর ব্যক্তিগত কৈফিয়ত চেয়ে বক্তব্য প্রদানকালে এমন অভিযোগ করেন তিনি । বিএনপির এই এমপি জানান, সরকার প্রধান চাইলে তিনি পদত্যাগ করবেন।

এ সময় স্পিকারকে উদ্দেশ্য করে হারুনুর রশীদ বলেন, ‘আপনি আমাদের সংসদের অভিভাবক, আমরা এখানে ৩৫০ জন সংসদ সদস্য আছি। ৩৫০ জনের মধ্যে ৩৪২ জনই হচ্ছে মহাজোটের শরীক। আমার বিষয়টি আপনাকে দেখতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাকে কেন হয়রানি করা হবে? আমি কেন প্রতিকার চেয়েও পাবো না?’

তিনি আরও বলেন, ‘একটি মামলা ১৮ মাস ধরে ঝুলিয়ে রেখেছে?’ যে তদন্ত কর্মকর্তা মামলাটি ঝুলিয়ে রেখেছে, তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তিনি।

গাড়ির শুল্ক বিষয়ক মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি’র সংসদীয় দলের নেতা হারুন বলেন, ‘আমাকে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। সঙ্গে ৫০ লাখ টাকা জরিমানা। আপিল বিভাগে আপিল করার পর স্থগিত ছিল। আবার কে যেন রিট পিটিশন করেছে। কেন আমাকে এভাবে বিব্রত করা হচ্ছে? মিডিয়ায় বলছে এই মাসেই সংসদ সদস্য পদ চলে যাবে। আমাকে কোর্ট থেকে কিছু করতে হবে না। সংসদ নেতা বলে দিন, আমি পদত্যাগ করে চলে যাব।’

হারুনুর রশীদ বলেন, ‘আমি এমপি হিসেবে নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালের ৪ এপ্রিল স্পিকারের কাছে একটি আবেদন দিয়েছি। গত বছর ৪ এপ্রিল আমার এলাকায় আমাকেসহ আমার বড় বোন ও ভগ্নিপতিকে আসামি করে জালিয়াতির একটি মামলা করা হয়। গত বছর এপ্রিল মাসে করা মামলা দীর্ঘদিন যাবৎ ওইভাবেই পড়ে থাকে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমি আমার জেলার আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা। আইন শৃঙ্খলা কমিটির সভাপতি পুলিশ সুপারকে বারবার অনুরোধ করেছি। অথচ আজ ১৮ মাস হয়ে গেছে।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার সন্তানরা বলে তুমি সিটিং এমপি, তোমার নামে ভূমিদস্যুরা মামলা করে, তুমি প্রতিকার পাওনা তুমি কেন যাও সংসদে, চলো বিদেশে চলে যাই।’

এমপি হারুন আরও বলেন, ‘ আমি যে বিষয়ের সাথে জড়িত নই, কেন আমাকে নিয়মিত হাজিরা দিতে হবে? আমি বারবার তাগাদা দিচ্ছি, আমি কোনো ফেবার চাই না। আমি অভিযুক্ত হলে অভিযোগ দিয়ে তদন্ত রিপোর্ট দেন, আদালতে বিচার হোক। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে লিখিতভাবে জানাই। তিনি ব্যবস্থা নিয়েছেন। আমি যে বিষয়ে অপরাধী নই, কেন আমাকে নিয়মিত হাজিরা দিতে হবে। আমার বোন প্রায় ষাট ঊর্ধ্ব, ভগ্নিপতি ৭০ ঊর্ধ্ব বয়স কেন তাদেরকে দুই,-এক মাস পর পর হাজিরা দিতে হচ্ছে?’

এমপি হারুন জাতীয় সংসদ বিএনপি সংসদ সদস্য

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর