Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হলেন ভবঘুরে নারী, পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি


৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৬

ঢাকা: শ্যামপুর জুরাইন রেলগেট ওভারব্রিজের নিচ থেকে ভবঘুরে অজ্ঞাত (৩০) বছরের এক নারী বাচ্চা প্রসব করেছেন। পুলিশের সহায়তায় নারী ও নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রেলগেট ওভারব্রিজের নিচে নবজাতক প্রসব করে অজ্ঞাতপরিচয় ওই নারী।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানায়, বেলা ১১টার দিকে লোক মারফত সংবাদ পাই জুরাইন রেলগেট ওভারব্রিজের নিচে এক ভবঘুরে অজ্ঞাত নারী একটি মেয়ে বাচ্চা প্রসব করেন। খবর পেয়ে ওই নারী ও নবজাতককে হাসপাতালে ভর্তি করি।

এসআই আরও জানায়, এলাকার লোকজনের কাছ থেকে জানতে পারি জুরাইন রেলগেট এলাকায় ঘুরে বেড়াতেন ওই নারী। আজ সকালে জুরাইন রেলগেট ওভারব্রিজের নিচে বাচ্চা প্রসব করে। পরে বাচ্চা ও তার মাকে হাসপাতালে ভর্তি করে। ওই নারী হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, তার শরীরে রক্ত লাগবে।

হাসপাতালের নবজাতক বিভাগের দায়িত্বরত চিকিৎসক মনহেন্দ্র জানায়, নবজাতক সুস্থ আছে। ওজন হয়েছে দুই কেজি ৪ শ গ্রাম।

জুরাইন ঢাকা মেডিকেল নবজাতক ভবঘুরে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর