Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদে বিস্ফোরণ: তিন সংস্থাকে জেলা প্রশাসনের চিঠি


৮ সেপ্টেম্বর ২০২০ ১৭:২১ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৪

ঢাকা: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে জন্য তিতাস, ডিপিডিসি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আসেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে দগ্ধদের সবাইকে দেখেছি। সবার অবস্থাই খারাপ। আমরা একটা ঘটনা ঘটলে বা মারা গেলে দেখতে আসি। আগে থেকে ব্যবস্থা নিলে এমন ঘটনা ঘটত না। আপনারা জানেন, কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না যে কার গাফলতি ছিল।’

এমন ঘটনার যেন পুর্নবৃত্তি না ঘটে সে জন্য তিতাস, ডিপিডিসি, ও রাজউক কে চিঠি দিয়েছি। যদি ভবন নির্মাণে, বিদ্যুতের, গ্যাসের কোনো লিকেজ থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি মসজিদ কমিটির সভাপতি-সেক্রেটারিকেও চিঠি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘গণমাধ্যমে আসা অনেক তথ্য আমরা ক্রসিংমেসিং করছি। দুর্ঘটনার কারণই মুল বিষয়। হয়ত তদন্ত কমিটি আমাদের বলবে এবং রিপোর্টের মধ্যে কারণগুলো উল্লেখ করবে।’

নারায়ণগঞ্জ বিস্ফোরণ মসজিদে বিস্ফোরণ

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

আরো

সম্পর্কিত খবর