Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১০


৯ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫৬

গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের নগপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের সহকারী (হেলপার) নুরুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর বিআরটিসি ট্রেনিং সেন্টার সামনে একটি ট্রাক ইউটার্ন নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গাজীপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল হোসেন জানান, দুপুর দুইটার দিকে বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে ট্রাকটি ইউটার্ন নিয়ে চৌরাস্তা দিকে যাচ্ছিল। এসময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই নামে বাসের সহকারী মারা যান। আহত হয়েছেন বাসের অন্তত ১০ যাত্রী।

জিএমপি বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) রফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

গাজীপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লিটনের দুই অনুপ্রেরণা কারা?
১৩ জানুয়ারি ২০২৫ ১১:১৩

আমার প্রমাণ করার কিছু নেই: লিটন
১৩ জানুয়ারি ২০২৫ ০৯:৫২

আরো

সম্পর্কিত খবর