মসজিদে বিস্ফোরণ: ৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক
৯ সেপ্টেম্বর ২০২০ ১২:২১ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ১৭:০৭
ঢাকা: নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আটজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন। বুধবার (৯ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে ইনস্টিটিউটের সমন্বয়ক সাংবাদিকদের এ তথ্য জানান।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘এখন আটজন এখানে ভর্তি রয়েছে। সবাই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে। এদের সবারই শ্বাসনালী বার্ন রয়েছে। সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের চিকিৎসা চলছে।’
তিনি বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দগ্ধদের চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিতে প্রতিনিধ আসবেন। দগ্ধদের চিকিৎসায় কার কি প্রয়োজন সে অনুযায়ী আমরা লিস্ট করছি। উনাদের পরামর্শ অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।’