বালিশকাণ্ড: ঠিকাদারের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদকের আবেদন
৯ সেপ্টেম্বর ২০২০ ১০:৪৯ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ১০:৫৫
ঢাকা: রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের আসবাব ও অন্যান্য সামগ্রী অস্বাভাবিক দামে ক্রয়সংক্রান্ত দুর্নীতির মামলায় সাজিন কনস্ট্রাকশনের মালিক ঠিকাদার শাহাদাত হোসেনকে নিম্ন আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে হাইকোর্ট আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৯ সেপ্টেম্বর) আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন দুদদকের আইনজীবী খুরশীদ আলম খান। গত ২৭ আগস্ট পাবনার আদালত থেকে জামিন পান এ আসামি। এর বিরুদ্ধে রিভিশন করে তার জামিন বাতিলের আবেদন করা হয়েছে বলে জানান দুদকের এ আইনজীবী।
তিনি বলেন, ‘আগামী সপ্তাহে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে এটি উপস্থাপন করা হতে পারে।’