পুলিশ হেফাজতে পিটিয়ে হত্যা: ৩ এসআইসহ ৫ জনের রায় আজ
৯ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫৫
ঢাকা: পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ইশতিয়াক হোসেন জনি নামের এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ বুধবার (৯ সেপ্টেম্বর)। ঘটনার সময় পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদ, রাশেদুল ইসলাম ও কামরুজ্জামান মিন্টুসহ পুলিশের সোর্স রাশেদ ও সুমন এই মামলার আসামি। বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম পুলিশ হেফাজতে মৃত্যুর মামলায় রায়।
বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করবেন। এর আগে, গত ২৪ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ঠিক করে দেন বিচারক।
মামলার আসামিদের মধ্যে এসআই জাহিদুর রহমান জাহিদ ও পুলিশের সোর্স সুমন কারাগারে আছেন। একই থানার এসআই রাশেদুল ইসলাম জামিনে থেকে আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন। ওই থানার আরেক এসআই কামরুজ্জামান মিন্টু ও পুলিশের সোর্স রাসেল সম্প্রতি জামিন নিয়েছেন। তবে জামিন নেওয়ার পর থেকেই তারা পলাতক রয়েছেন। আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ৭ আগস্ট পুলিশ হেফাজতে নির্যাতন করে জনিকে হত্যার অভিযোগ এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা করেন জনির ভাই ইমতিয়াজ হোসেন রকি। ওই দিন আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি মহানগর হাকিম মারুফ হোসেন বিচার বিভাগীয় তদন্ত শেষে পাঁচ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। ২০১৬ সালের ১৭ এপ্রিল এসআই জাহিদসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই মামলার বিচার কাজ শুরু করেন আদালত।
এ মামলার বিচার কাজ পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রপক্ষে মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত। গত ৯ ফেব্রুয়ারি আসামিরা আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার পর ১৯ ফেব্রুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। মাঝখানে করোনাভাইরাসের কারণে মামলাটির কার্যক্রমে কিছুটা শিথিলতা এলেও আগস্টে এসে সে প্রক্রিয়া শেষ হয়। সেই হিসাবে অভিযাগ গঠনের প্রায় সাড়ে চার বছর পর মামলাটির রায় ঘোষণা হতে যাচ্ছে আজ।
আইনজীবীরা বলছেন, ২০১৩ সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন অনুযায়ী, নির্যাতন ও তার ফলে মৃত্যুর অভিযোগ প্রমাণিত হলে আসামিদের ন্যূনতম যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন আদালত। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আরও দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দেওয়ার সুযোগ আছে।
ইশতিয়াক হোসেন জনি এসআই কামরুজ্জামান মিন্টু এসআই জাহিদুর রহমান জাহিদ এসআই রাশেদুল ইসলাম টপ নিউজ পল্লবী থানা পিটিয়ে হত্যা পুলিশ হেফাজত পুলিশের সোর্স