Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদের সামনে নাচ: চিত্রনায়িকা মুনমুনের বিরুদ্ধে আইনি নোটিশ


৯ সেপ্টেম্বর ২০২০ ০২:৫৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ০৩:০৪

ঢাকা: মসজিদের সামনে নাচের ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়িকা মুনমুনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তার এই নাচকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ ও ‘ধর্ম পালনে বাধার সামিল’ উল্লেখ করে নোটিশে তিন তিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) করে লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মেহেদী হাসান। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা প্রার্থনা না করলে মুনমুনের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জানা যায়, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সখিপুর পৌর এলাকার স্থানীয়দের সঙ্গে নৌকা ভ্রমণে যান মুনমুন। শাইলসিন্দুর নদীতে নৌকা ভ্রমণ শেষে দুপুরে পলাশতলী বাজারে খাওয়া-দাওয়া শেষে আয়োজনকদের অনুরোধে নাচেন মুনমুন। উপস্থিত অনেকেই সেই নাচের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, মুনমুন যেখানে নাচছেন, তার পেছনেই একটি ঘরে ‘মসজিদ’ সাইনবোর্ড লাগানো। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মুনমুনকে পাঠানো নোটিশে আইনজীবী মেহেদী হাসান বলেন, পলাশতলী বাজার মসজিদের সামনে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ নৃত্য উপস্থাপন করেছেন চিত্রনায়িকা মুনমুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নাচের ছবি ছড়িয়ে পড়লে মুসলিমদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

ধর্মীয় উপাসনালায় ও মসজিদের সামনে নাচ-গানের কোনো বিধান নেই এবং এ কার্যক্রম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে নোটিশে বলা হয়, এরকম নৃত্য পরিবেশনা ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মীয় চর্চায় বাধার সামিল। ফলে এটি শাস্তিযোগ্য অপরাধ। এতে আরও বলা হয়, ‘যেহেতু ইসলাম ধর্ম অনুযায়ী মসজিদ অথবা ধর্মীয় উপাসনালয়ের সামনে নৃত্য পরিবেশনের কোনো বিধান নেই এবং বাংলাদেশে প্রচলিত আইনও একে সমর্থন করে না, ফলে আপনার এ ধরনের কর্মকাণ্ড নাজায়েজ ও বাংলাদেশের আইন বহির্ভূত।’

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় মসজিদের সামনে অশ্লীল নাচ-গান/নৃত্য পরিবেশনের জন্য মুনমুনকে ক্ষমা ও দুঃখপ্রকাশ করতে বলা হয়েছে। তা না করলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইনজীবী।

আইনি নোটিশ চিত্রনায়িকা মুনমুন ফেসবুকে আলোচনা মসজিদের সামনে নাচ মুনমুন