Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালের ভাঙ্গা রাস্তা, খাল ও ড্রেন সংস্কারের দাবি বাসদের


৮ সেপ্টেম্বর ২০২০ ২৩:২৩ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২০ ২৩:২৪

বরিশাল: ব্যবহারের অযোগ্য রাস্তা, ড্রেন ও খাল দ্রুত সংস্কার এবং করোনা মহামারিতে রিকশা, ইজিবাইক ও হকার উচ্ছেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে দলের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী লিখিত বক্তব্যে বলেন, বরিশালের নাগরিক অধিকার আদায়ে বাংলাদেশের সামাজতান্ত্রিক দল দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। বরিশালের রাস্তাঘাটের বেহাল দশা। খালগুলো দখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। অন্যদিকে, করোনার কারণে কর্মসংস্থান কমেছে। এসময় রিকশা, ইজিবাইক ও রাস্তার পাশের ছোট দোকানগুলো উচ্ছেদ করা অমানবিক।

বিজ্ঞাপন

রিকশার লাইসেন্সের বকেয়া ফি মওকুফের দাবিও জানিয়েছে দলটি।

বাসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর