Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলম্বিয়ায় পৃথক ৩ সংঘর্ষে ১১ জনের মৃত্যু


৮ সেপ্টেম্বর ২০২০ ২২:৩১

কলম্বিয়ায় পৃথক তিনটি সংঘর্ষের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। খবর এএফপি।

এর আগে, ২০১৬ সালে কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্ক গেরিলাদের শান্তি চুক্তি হওয়ার পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

এদিকে, দেশটির উত্তর পশ্চিমের এন্টিওকিয়া, উত্তরের বলিভার এবং উত্তর-পূর্বের সিজার অঞ্চলে গত তিন দিনে পৃথক হামলায় একইভাবে তিন বা ততোধিক মানুষ হত্যার শিকার হয়েছে।

এ ব্যাপারে পুলিশের আঞ্চলিক প্রধান কর্নেল এভার গোমেজ সাংবাদিকদের বলেন, সোমবার এন্টিওকিয়ার জারাগোজা শহরে সশস্ত্র গ্রুপের হামলায় পাঁচ জনের মুত্যু হয়েছে।

তিনি এএফপিকে বলেন, একই দিনে বলিভারের সিমিটি এলাকায় অপর এক হামলায় আরও তিনজনের মুত্যু হয়েছে। তবে মৃতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, এন্টিওকিয়া শহরের ওই হামলায় ভেনেজুয়েলার এক দম্পতিরও মৃত্যু হয়েছে।

২০১৬ সালে কয়েক দশকের সংঘাত অবসান ঘটিয়ে বামপন্থী ফার্ক গেরিলাদের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদনের পরে এই সহিংসতা অবসানের আশা করা হয়েছিল, কিন্তু হামলায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

কলম্বিয়া ফার্ক গেরিলা মৃত্যু সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর