Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুমোদন ছাড়া পতেঙ্গা সৈকতে জাহাজ কাটায় জরিমানা


৮ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৫

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে অনুমোদন ছাড়া জাহাজ কাটার অপরাধে মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জাহাজ মালিককে পরিবেশ অধিদফতরের শুনানিতে হাজিরের নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ পতেঙ্গা সমুদ্র সৈকতে জাহাজ কাটার খবর পেয়ে অভিযান চালান। এসময় তিন জনকে আটক করা হয়।

আটক তিনজন হলেন- জাহাজ মালিকের প্রতিনিধি মোহাম্মদ এনায়েত (৫০), ক্রেন চালক আবুল কালাম (২৭) ও তার সহকারী রায়হান (২৪)।

ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানিয়েছেন, জনৈক ইউসুফ হোসেনের মালিকানাধীন ‘এমভি গোলাম রহমান’ নামে জাহাজটি সৈকতের পশ্চিম পাশে কাটা হচ্ছিল। সেখানে জাহাজ কাটার কোনো অনুমোদন নেই। এছাড়া জাহাজটি কাটার জন্য সংশ্লিষ্ট সংস্থারও অনুমোদন নেয়নি মালিকপক্ষ। জাহাজ মালিকের প্রতিনিধি ম্যাজিস্ট্রেটকে জানান, গত ২১ জুন লাইটারেজ জাহাজটি চট্টগ্রাম থেকে যশোরে যাবার পথে তলা ফেটে ডুবে যায়। এরপর সেটিকে উদ্ধার করে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় নিয়ে আসা হয়। সম্প্রতি সেটি কাটতে শুরু করেন তারা।

অনুমোদন ছাড়া বন্দর সীমানার মধ্যে জাহাজ কাটায় পোর্ট অথরিটি অর্ডিনেন্স ১৯৭৩ অনুযায়ী মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান। এছাড়া বন্দর কর্তৃপক্ষের কাছে জাহাজ মালিকের বকেয়া ৮৫ হাজার টাকা শুল্ক আদায় করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এদিকে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নুরী জানিয়েছেন, পরিবেশের ক্ষতিসাধন করে জাহাজ কাটায় এর মালিককে নোটিশ পাঠানো হয়েছে। ১০ সেপ্টেম্বর তাদের শুনানিতে হাজির থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

অনুমোদন জরিমানা জাহাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর