জিনিয়ার দুরন্তপনায় আবার মুখরিত হবে টিএসসি
৮ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫৫ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৫
ঢাকা: ফুলের ঝুড়ি হাতে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ফুল বিক্রি করতো নয় বছরের ছোট্ট মেয়ে জিনিয়া। টিএসসিতে যারা নিয়মিত যাতায়াত করেন, তাদের সবার কাছে পরিচিত মুখ জিনিয়া। ফুল না কিনলেও অনেকে তাকে খুব পছন্দ করতো। তার ছুটোছুটি আর দুরন্তপনায় মুখরিত হয়ে থাকতো টিএসসি এলাকা। সেই জিনিয়া নিখোঁজ হয়ে যায় টিএসসি থেকেই। ক’টা দিন চিন্তা-টেনশনে কেটেছে টিএসসিকেন্দ্রীক মানুষগুলোর। তবে আশার কথা, তাকে আবার খুঁজেও পাওয়া গেছে। আবার তাকে দুরন্তপনায় মেতে উঠতে দেখা যাবে টিএসসিতে।
গত ২ সেপ্টেম্বর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না জিনিয়ার। ওইদিনই জিনিয়ার মা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৭ সেপ্টেম্বর সকালে মামলা হলে ডিবির রমনা জোন অপারেশনে নামেন। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত উপকমিশনার মিশুক বিশ্বাস। এরপর ওইদিন দিবাগত রাতেই নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকা থেকে জিনিয়াকে উদ্ধার করে পুলিশ। এসময় নূর নাজমা আক্তার লোপা তালুকদার (৪২) নামে এক নারীকেও গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে গ্রেফতার বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ‘জিনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ফুল বিক্রয় করতো। সে ছোট বেলা থেকেই মা সেনুয়া বেগমের সঙ্গে টিএসসিতে থাকে। জিনিয়ার মা গত ২ সেপ্টেম্বর জিনিয়ার নিখোঁজ সংক্রান্তে শাহবাগ থানায় একটি সাধরণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরির সূত্রে গোয়েন্দা রমনা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যমতে জানা যায় দুজন মহিলা জিনিয়াকে ফুচকা খাওয়ায় এবং টিএসসি এলাকায় তাকে নিয়ে ঘোরাফেরা করে। এক পর্যায়ে জিনিয়াকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়।’
অভিযান চালানো পুলিশের এডিসি মিশু বিশ্বাস বলেন, ‘জিনিয়া এখন সুস্থ এবং স্বাভাবিক আছে। আবারও সে তার হাসিমুখ দিয়ে ক্যাম্পাসে ছুটে বেড়াবে।’
নিখোঁজ হওয়ার ব্যাপারে জিনিয়ার মা বলেন, ‘দুজন মহিলার সঙ্গে চটপটি খেয়েছিল। পরে আমি ওকে বললাম, জিনিয়া তুমি সবগুলো ফুল বিক্রি করবা। এর কিছুক্ষণ পর এসে আর তাকে পাই নাই। এর আগেও জিনিয়ার বড় বোন নিখোঁজ হয়েছিল।’