জো বাইডেন এক বেকুব: ডোনাল্ড ট্রাম্প
৮ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৪ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪৫
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এর ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনকে ‘বেকুব’ বলে উল্লেখ করেছেন রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স।
সোমবার (৭ সেপ্টেম্বর) জো বাইডেন করোনা টিকাবিরোধী বক্তব্য দিয়েছেন অভিযোগ করে, এর জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এদিকে, নভেল করোনাভাইরাস মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবন ঝুঁকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছিলেন বাইডেন। তার প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন ট্রাম্প।
অন্যদিকে, কোভিড-১৯ এর প্রতিরোধী টিকা রেকর্ড সময়ে – হয়ত নির্বাচনের আগেই প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প।
এ ঘোষণার পর করোনা টিকা প্রস্তুতের ক্ষেত্রে রাজনৈতিক চাপের প্রশ্ন উঠেছে – বলা হচ্ছে, নিরাপদ হিসেবে প্রমাণিত হওয়ার আগেই টিকা প্রয়োগের পর্যায়ে নিয়ে আসতে পারেন ট্রাম্প।
এ ব্যাপারে জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস বলেছেন, নির্বাচনের আগে ট্রাম্প টিকা নিয়ে হাজির হলে ওই টিকায় আস্থা থাকবে না তার।
অপরদিকে, মহামারি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে জো বাইডেন মার্কিন নাগরিকদের বিশেষজ্ঞদের কথায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এছাড়াও, মহামারি চালাকালে বিশেষজ্ঞদের মতামতকে অবজ্ঞা করার জন্য ট্রাম্পকে দায়ী করে আসছেন সমালোচকরা।
যুক্তরাষ্ট্রের শ্রমিক দিবস উপলক্ষে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বাইডেন ও তার অত্যন্ত উদার রানিং মেট করোনা টিকা নিয়ে যে মন্তব্য করেছেন তা বিজ্ঞানবিরোধী।
প্রসঙ্গত, নভেল করোনাভাইরাস আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৬৩ লাখ ছাড়িয়েছে। এবং মৃতের সংখ্যা এক লাখ ৯০ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।
কোভিড-১৯ জো বাইডেন ডেমোক্রেট ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ রিপাবলিকান