পুঁজিবাজারে ঊর্ধ্বমুখীধারা টানা পঞ্চম দিনেও অব্যাহত
৮ সেপ্টেম্বর ২০২০ ১৫:২৯ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪৫
ঢাকা: পুঁজিবাজারে টানা পঞ্চম দিনের মতো সূচকের ঊর্ধ্বমুখীধারা অব্যাহত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশের দুই পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন আর্থিক ও শেয়ার লেনদেন। এদিন ডিএসই‘তে একদিন বিরতি দিয়ে আবারও হাজার কোটি টাকার শেযার কেনাবেচা হয়েছে।
তবে দিনশেষে সূচক এবং আর্থিক ও শেয়ার লেনদেন বাড়লেও কমেছে বেশির ভাগ শেয়ারের দাম।
এদিকে, সোমবার ডিএসইতে ৩৫৭টি প্রতিষ্ঠানের ৪০ কোটি ৬ লাখ ৫৬ হাজার ৩৭৯ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১৬৮র এবং ৩৩টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকে।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৮ পয়েন্টে উন্নীত হয়।ডিএসইর শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৪ পয়েন্টে উঠে আসে। দিনশেষে ডিএসইতে ১ হাজার ১৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
অন্যদিকে, অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭৩টি প্রতিষ্ঠানের ১ কোটি ৭১ লাখ ৯৪ হাজার ২২৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেষার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১০৩টির এবং ৪২টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।
সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২১২ পয়েন্টে উন্নীত হয়। দিনশেষে সিএসইতে ৩৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।