ভারতের ৫ রাজ্যেই ৬২ শতাংশ করোনা রোগী
৮ সেপ্টেম্বর ২০২০ ১৩:০৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪৪
ভারতের মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কর্ণাটক এবং উত্তর প্রদেশে করোনা সংক্রমণ পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পাঁচ রাজ্যেই ভারতের মোট করোনা আক্রান্তের শতকরা ৬২ ভাগ রয়েছেন। খবর এনডিটিভি।
এর মধ্যে, মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা নয় লাখ ২৩ হাজার ৬৪১ জন। সেখানে সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪২৯ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে ৪২৩ জনের। অন্ধ্র প্রদেশেও মোত করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। কর্ণাটকে মোট করোনা আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে, সেখানে করোনায় মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৫৩৪ জনের।
এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ৮০৯ জন। একই সময়ে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ১৩৩ জনের।
এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৮০ হাজার ৪২২ জনে। দেশটি এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৭২ হাজার ৮১৬ জনের।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় ভারতের ওপরে রয়েছে কেবলমাত্র যুক্তরাষ্ট্র। ভারতের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা মনে করছেন, অচিরেই ভারত বিশ্বে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যায় প্রথম স্থান নিতে যাচ্ছে।