ফেসবুকের বাংলাদেশ প্রতিনিধি সাবহানাজ রশীদ দিয়া
৮ সেপ্টেম্বর ২০২০ ১১:৪৯ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪৬
ঢাকা: বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবহানাজ রশীদ দিয়া। তার নিয়োগের মধ্য দিয়েছে ফেসবুকে একজন প্রতিনিধি পেয়েছে বাংলাদেশ। দিয়া বাংলা ভাষা ও বাংলাদেশের পলিসি বিষয়ে কাজ করবেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুকের সঙ্গে বৈঠক করেন। সেখানেই দিয়াকে পরিচয় করিয়ে দেওয়া হয়। বাংলাদেশ অংশ দেখভালের জন্য ফেসবুক একজন বাংলা ভাষাভাষীকে নিয়োগ দেওয়ায় বৈঠকেই ফেসবুককে ধন্যবাদ জানান মোস্তাফা জব্বার।
দিয়ার পড়াশোনা অর্থনীতি ও যোগাযোগ বিষয়ে। গ্র্যাজুয়েশন করেছেন বাংলাদেশে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে। পাবলিক পলিসি ও ডাটা সায়েন্সে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে।
‘ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দিয়া। প্রায় ১০ বছর ধরে এই প্রতিষ্ঠানেই তিনি নির্বাহী হিসেবে কাজ করেছেন। এছাড়াও গুগল, বিশ্বব্যাংক, ইউএসএইডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি।