Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ায় নতুন দূত হচ্ছেন মো. গোলাম সারওয়ার


৭ সেপ্টেম্বর ২০২০ ২২:০০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪৭

ঢাকা: রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারকে মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি এখন ওমানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। সকল আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই মো. গোলাম সারওয়ার নতুন দায়িত্বে যোগ দেবেন বলে জানা গেছে।

সোমবার (৭ সেপ্টম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, অভিজ্ঞ কূটনীতিক রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার বিসিএস দশম ব্যাচে যোগ দেওয়ার মধ্য দিয়ে কূটনৈতিক পেশায় যুক্ত হন। এর আগে তিনি ইয়াংগুন, কুয়ালালামপুর, কাঠমান্ডু, ওয়াসিংটন ডিসি এবং জেদ্দার বাংলাদেশ মিশনে একাধিক পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব শেষ করেছেন। এছাড়া তিনি সুইডেন, নরওয়ে, ডেনমার্ক ও ফিনল্যান্ডে বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত ছিলেন।

বিজ্ঞাপন

মো. গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিংয়ে স্নাকত্তোর ডিগ্রি নিয়েছেন এবং আইসিএবি (দ্য ইন্সটিটিউট অব চার্টাড একাউন্টস অব বাংলাদেশ) থেকেও ইন্টার্ন শেষ করেন। তিনি কূটনীতির ওপর জার্মানি এবং যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ নিয়েছেন। দাম্পত্য জীবনে মো. গোলাম সারওয়ার দুই সন্তানের জনক।

নিয়োগ মালয়েশিয়া রাষ্ট্রদূত সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর