প্রতারণার অভিযোগে ভুয়া আইনজীবী কারাগারে
৭ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৩ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩৪
ঢাকা: নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সুফিয়া খানম রিমি ওরফে মৌ নামে এক ভুয়া আইনজীবীকে আটকের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই মাঈনুল হক খান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন আসামিপক্ষে আকবর হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। বিচারক শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৬ সেপ্টেম্বর ঢাকার জেলা ও দায়রা জজ আদালত বিল্ডিংয়ের গেট থেকে মোয়াক্কেলের সঙ্গে মামলার তদবিরের সময় ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির হাতে ধরা পড়েন তিনি।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামি আইনজীবী না হয়েও দীর্ঘদিন ধরে আইনজীবী পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। একই অপরাধে ২০১৯ সালের ৫ মে তিনি আইনজীবী সমিতির ‘টাউট উচ্ছেদ কমিটির’ হাতে ধরা পড়েন।
ওই ঘটনায় ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী আফরোজা সুলতানা ইভা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করেন।