ঢাকা-নয়াদিল্লি পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ: মাসের শেষে যৌথ বৈঠক
৭ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫২
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে চলতি সেপ্টেম্বরের শেষে বাংলাদেশ-ভারত মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে বলে ফোনালাপে দুই মন্ত্রী আশা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনালাপে দুই দেশের মন্ত্রী পর্যায়ের ষষ্ঠ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে দুই মন্ত্রী নীতিগতভাবে সম্মত হয়েছেন। এই সভা এই মাসের শেষে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনার কারণে ভারতের আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর সর্বপ্রথম বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।