Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু


৭ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৪

বগুড়া: বগুড়ার সোনাতলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সোনাতলা উপজেলার মধুপুর ও কাতলাহার গ্রামে এই ঘটনা ঘটে। তারা তিনজনই মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন।

বজ্রপাতে মৃতরা হলেন— মধুপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে সিদ্দিক হোসেন (৩৫) ও সিদ্দিকের ছেলে সিয়াম হোসেন (১০) এবং কাতলাহার গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে সুমন চন্দ্র রায়(১৭)।

এলাকাবাসী জানায়, সোমবার বেলা ১২টার দিকে সোনাতলা উপজেলার মধুপুর গ্রামের মাটিয়ালির বিলে মাছ ধরছিলেন সিদ্দিক ও তার ছেলে সিয়াম। এসময় বজ্রপাতে দুজনই মারাত্মক দগ্ধ হন। তাদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মত ঘোষণা করেন।

এর আগে সকাল ৯ টার দিকে বৃষ্টির মধ্যে কাতলাহার গ্রামের পাশে বুড়ারদহ খালে ব্রীজের নীচে মাছ ধরতে যান সুমন চন্দ্র রায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনাতলা থানার পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়া বজ্রপাতে মৃত্যু

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর