Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ


৭ সেপ্টেম্বর ২০২০ ১৭:১৫

সাভার: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাভারের আশুলিয়ায় টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মোজাফ্ফার হোসেন আকাশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজিরচট মধ্যপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে এসময় লিখিত বক্তব্যে মোহাম্মদ মোজাফ্ফার হোসেন আকাশ বলেন, দীর্ঘদিন ধরে টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন। তার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি, শিক্ষকদের প্রণোদনার টাকা ও স্কুলের জমি আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আই সিটি ডিজিটাল আইনে একটি মামলা রয়েছে আদালতে।

বিজ্ঞাপন

এসব অভিযোগে ইতোমধ্যে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদ থেকে আব্দুল লতিফকে বহিস্কার করা হয়েছে। কিন্তু তার এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করছে ঢাকা শিক্ষা বোর্ড বলে জানা গেছে বলে মন্তব্য করেন তিনি।

টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ সাভার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর