Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা ২৭


৭ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫৮

ঢাকা: নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় ইমরান (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার ৯৬ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরমধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। বাকি ১০ জনের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

টপ নিউজ ঢাকা মেডিকেল নারায়ণগঞ্জ বার্ন ইউনিট মসজিদে বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর