মসজিদে বিস্ফোরণ: ঘটনাস্থলে কাজ শুরু করেছে তিতাস গ্যাস কোম্পানি
৭ সেপ্টেম্বর ২০২০ ১৪:০৫ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩১
নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লার পশ্চিম তল্লা মসজিদে বিস্ফোরণ ঘটনার পাঁচ দিনের মাথায় তিতাস গ্যাস কোম্পানি ঘটনাস্থলে কাজ শুরু করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তিতাসের কয়েকজন কর্মকর্তা ও সিবিএ নেতার নেতৃত্বে কাজ শুরু হয়।
পাশাপাশি মসজিদের সামনের রাস্তায় জলাবদ্ধতা নিরসন করার জন্য সিটি করপোরেশন ভেকু দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে।
তিতাস গ্যাস নারায়ণগঞ্জের আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মফিজুল ইসলাম বলেন, ‘মসজিদে বিস্ফোরণ ঘটনার পর জি এম আব্দুল ওয়াহাবকে প্রধান করে পাঁচ সদস্যর তদন্ত টিম গঠন করা হয়। সেই কমিটির নেতৃত্বে গ্যাস সংযোগের কোথায় ত্রুটি বা লিকেজ আছে তা বের করার জন্য এই খোঁড়াখুঁড়ির কাজ চলছে।’
তিনি আরও বলেন, ‘মসজিদের গ্যাস লাইনের সমস্যা বিষয়ে তিতাস গ্যাসকে কখনো নোটিশ করা হয়নি। আর পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করার বিষয়টিও মিথ্যা। এমন কোনো ঘটনা জানা নেই যে, আমরা নোটিশ পেয়েছি আর কাজ করিনি।’
সংশ্লিষ্টরা জানান, ১৯৯০ সালে এই এলাকায় গ্যাস লাইন সংযোগ স্থাপন করা হয়েছে। রাস্তা বরাবর জায়গাটি ভরাট হওয়ায় সংযোগ লাইনটি এখন অনেক মাটির অনেক গভীরে রয়েছে। নিয়ম না মেনে মসজিদ নির্মাণের কারণে এমনটি হয়েছে বলেও জানান স্থানীয়রা।
আরও পড়ুন
‘সুশাসনের অভাবে মসজিদে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে’
নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণ স্বাভাবিক ঘটনা নয়: বিএনপি
মসজিদে বিস্ফোরণের কারণ বের করার নির্দেশ দিয়েছি: প্রধানমন্ত্রী
মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা
জ্বালানি বিভাগের কর্মকর্তাদের কারণে মসজিদে বিস্ফোরণ হলে ব্যবস্থা
মসজিদে এসি বিস্ফোরণ: ঘটনা তদন্তে তিতাসের ৫ সদস্যের কমিটি