Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৯০ হাজার, সংক্রমণে বিশ্বে দ্বিতীয়


৭ সেপ্টেম্বর ২০২০ ১১:১১ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৭

ঢাকা: নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যায় ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। আর আগে থেকেই এ তালিকায় প্রথম স্থান যুক্তরাষ্ট্রের দখলে। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ লাখ দুই হাজার ৫৬২ জন। ব্রাজিলে এ সংখ্যা ৪১ লাখ ৩৭ হাজার ৬০৬ জন। এ তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ৬০ হাজার ২৫০ জন।

বিজ্ঞাপন

এদিকে, মাত্র ১৩ দিনের ব্যবধানে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখ থেকে ৪০ লাখে পৌঁছেছে বলে জানিয়েছে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা।

পাশাপাশি, ভারতে প্রতিদিনই করোনা আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে, সর্বশেষ ২৪ ঘন্টায় দেশটিতে প্রায় ৯০ হাজার নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, রাজধানী দিল্লিতে সর্বশেষ হিসাব নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন অন্তত তিন হাজার মানুষ। যা ৭১ দিনের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও, রাজ্যভিত্তিক আক্রান্তের তালিকায় ভারতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপর যথাক্রমে তামিল নাড়ু, উত্তর প্রদেশ, গোয়া ও জম্মু-কাশ্মির অঞ্চল রয়েছে।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে এ প্রতিবেদন লেখা অবধি আক্রান্ত হয়েছেন দুই কোটি ৭২ লাখ ৯০ হাজার ১৩৭ জন। মৃত্যু হয়েছে আট লাখ ৮৭ হাজার ৫৫১ জনের। কোভিড-১৯ থেকে সেরে উঠে নিয়মউত জীবনে ফিরে গেছেন এক কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ১৭ জন।

কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস ব্রাজিল ভারত যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর