Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদে বিস্ফোরণ: সর্বোচ্চ সাজা চাইলেন ব্যারিস্টার সুমন


৬ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২০ ২৩:০৮

ঢাকা: যে কারণেই ঘটে থাকুক না কেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছেন ব্যারিস্টার সায়েদুল হাসান সুমন।

তিনি বলেন, যে দুর্ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের নেগলিজেন্সের (অবহেলা) কারণে যেন আর কোনো প্রাণ না যায়, সেজন্য এ ঘটনায় জড়িতদের হাইয়েস্ট পানিশমেন্ট (সর্বোচ্চ সাজা) হওয়া দরকার।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জের ওই মসজিদে বিস্ফোরণে দগ্ধদের দেখার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, যদি দোষীদের সাজা নিশ্চিত না করা হয়, তাহলে আজ নারায়ণগঞ্জে হয়েছে, কাল ঢাকায় হবে, কিংবা অন্য কোনো জায়গায় এমন দুর্ঘটনা ঘটবে।

তদন্ত কমিটি করে কোনো সমাধান হয় না উল্লেখ করে ব্যারিস্টার সুমন বলেন, আমাদের দেশের সমস্যা হলো— কোনো ঘটনা ঘটলে ১৩টা, ১৫টা তদন্ত কমিটি হয়। কাজ হয় না। তদন্ত কমিটি কোনো সমাধান না। যদি তদন্ত কমিটির চিহ্নিত করা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তদন্ত কমিটি করে কোনো সমাধান হবে না। যারা মারা গেছে, তারা ক্ষতিপূরণ পাচ্ছে কি না, ভবিষ্যতে এই দুর্ঘটনা বন্ধ হচ্ছে কি না— এগুলো নিয়ে কথা বলতে হবে।

তিতাস গ্যাসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে এই আইনজীবী বলেন, অনেকে বলেছে যে গ্যাসলাইন মেরামতের জন্য ৫০ হাজার টাকা চাওয়া হয়েছে। এটা তদন্তের বিষয়। তবে এটাই বাস্তবতা। যে যাই বলুক, বাস্তবতা হচ্ছে— গ্যাসের বিষয়ে তদবির না করলে কাজ হয় না।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের ওই মসজিদে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। দগ্ধ বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ ব্যারিস্টার সায়েদুল হাসান সুমন ব্যারিস্টার সুমন মসজিদে বিস্ফোরণ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর