লেবাননে ৩৩৬০ কেজি কাঁচ পাঠিয়েছে বাংলাদেশ
৬ সেপ্টেম্বর ২০২০ ২১:৪০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২০ ২১:৫২
ঢাকা: লেবাবনে জরুরি সহায়তা হিসেবে ৩ হাজার ৩৬০ কেজি কাঁচ পাঠিয়েছে বাংলাদেশ। এফবিসিসিআইয়ের সঙ্গে সরকার যৌথ উদ্যোগে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে এই সহায়তা পাঠানো হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাঁচ সহায়তার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে লেবানন সরকার।
লেবাননের বৈরুতের বন্দর এলাকায় গত ৪ আগস্ট এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ব্যাপক প্রাণহানিসহ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। এসময় বৈরুতের বিভিন্ন বাসভবন, কলকারখানা ও স্থাপনার দরজা-জানালার কাঁচ ভেঙে যায়। এ কারণে লেবানন সরকারের পক্ষ থেকে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে সহায়তা হিসেবে কাঁচ সামগ্রী চাওয়া হয়। সেই সহায়তাই পাঠালো বাংলাদেশ।
এর আগে বৈরুতের ওই ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খাদ্যপণ্য ও জরুরি চিকিৎসা সামগ্রী লেবাননে পাঠানো হয়েছিল।
বৈরুতের বন্দর এলাকার ওই জোড়া বিস্ফোরণে প্রায় ১৯০ জন প্রাণ হারান। এর মধ্যে পাঁচ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বিস্ফোরণে আহত হন ১০৮ বাংলাদেশিসহ সাড়ে ছয় হাজার মানুষ।