Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ বাড়ছে পেঁয়াজের দাম, ১০ আড়তদারকে জরিমানা


৬ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪৫

চট্টগ্রাম ব্যুরো: সরবরাহে ঘাটতি না থাকলেও পেঁয়াজের দাম বাড়ানোর অভিযোগে চট্টগ্রামে ১০ আড়তদারকে ৭৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার ও উমর ফারুক নগরীর খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রতিকেজি পেঁয়াজে ২০ টাকা করে বাড়তি দাম নেওয়ার প্রমাণ পাবার কথা জানিয়েছেন ম্যাজিস্ট্রেটরা।

বিজ্ঞাপন

অভিযানে মেসার্স বরকত ভান্ডারকে ১০ হাজার টাকা, মেসার্স গোপাল বাণিজ্য ভাণ্ডারকে ১০ হাজার, হাজী মহিউদ্দিন সওদাগরকে ১০ হাজার, সেকান্দার অ্যান্ড সন্সকে ১০ হাজার, মোহাম্মাদীয়া বাণিজ্যালয়কে ১০ হাজার, মোহাম্মদ জালাল উদ্দীনকে ১০ হাজার, গ্রামীণ বাণিজ্যালয়কে পাঁচ হাজার, আরাফাত ট্রেডার্সকে পাঁচ হাজার, বাগদারিক করপোরেশনকে পাঁচ হাজার এবং শাহাদাত ট্রেডার্সকে দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘পাইকারি বাজারে হঠাৎ দাম বাড়ানো হয়েছে। আমদানিকারকের সঙ্গে মোবাইলে কথা বলে দাম বাড়ানো হয়েছে। অথচ দাম বাড়ানোর পক্ষে কোনো যুক্তি নেই, সরবরাহে কোনো ঘাটতি নেই। অতিরিক্ত মুনাফা করতে গিয়েই পাইকারিতে দাম বাড়ানো হচ্ছে। এর প্রভাবে খুচরায়ও দাম বাড়ছে।’

বাড়তি দাম এবং আমদানিকারকদের কাছ থেকে ক্রয় ও বিক্রয়মূল্যের নথি সংরক্ষণ না করায় ১০ আড়তদারকে জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

জরিমানা জেলা প্রশাসন পেঁয়াজের দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর