Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্থানীয় চিকিৎসকদের পোড়া রোগী চিকিৎসার প্রশিক্ষণ দিতে হবে’


৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৬

ঢাকা: আগুনে পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসার বিষয়টি স্থানীয় চিকিৎসকরা সঠিকভাবে জানেন না। এ বিষয়ে তাদের প্রশিক্ষণ দিতে হবে। স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে আগুনে পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া নিশ্চিত করতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ একটি বড় অঞ্চল। কিন্তু সেখানে কোনো বার্ন ইউনিট নেই। প্রত্যেক জেলায় বার্ন ইউনিট করতে হবে।’

অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘সুশাসন ও সঠিক ব্যবস্থাপনার অভাবে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বিষয়টি সঠিকভাবে দেখভাল করতে হবে।’

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজের সময় হঠাৎ মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটলে ৩৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রোববার সকাল পর্যন্ত ২৪ জন মারা যায়। বাকি ১৩ জনের মধ্যে ৬ জনকে আইসিইউতে রাখা হয়েছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী পোড়া রোগী প্রশিক্ষণ স্থানীয় চিকিৎসক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর