মসজিদে বিস্ফোরণ: ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে যাবেন আইনজীবী তৈমুর
৬ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২০ ২০:১৩
ঢাকা: নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন করবেন নারায়ণগঞ্জের বাসিন্দা সুপ্রিমকোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার।
জনস্বার্থে আগামীকাল হাইকোর্টে রিট করা হবে বলেও জানিয়েছেন তিনি।
ক্ষতিপূরণের পাশাপাশি রিটে এ ঘটনায় দায়িত্ব অবহেলায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হবে। একইসঙ্গে বিদ্যুৎ, পানি, গ্যাসের লাইন নিয়মিত পরীক্ষা নিরীক্ষার নির্দেশনা চাইবেন বলে তিনি জানান।
রোববার (৬ সেপ্টেম্বর) আইনজীবী তৈমুর আলম খন্দকার সারাবাংলাকে বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতে তুলে ধরে স্বপ্রণোদিত হয়ে আদেশ চেয়েছিলাম। পরে আদালত পিটিশন আকারে দিতে বলেছেন। আগামীকাল পিটিশন দায়ের করা হবে।’
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকিৎসাধীন দগ্ধ ১৩ জনের অবস্থাও আশঙ্কাজনক।