Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএনও হত্যা চেষ্টা: আরও দুজনকে আটক


৬ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৮

হিলি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে তাদেরকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আমিরুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার বানিয়াল পালশা গ্রামের খোকা শেখের ছেলে মো. শাহজাহান শেখ এবং চক বাসুনিয়া বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে সোহেল রানা।

এর আগে শনিবার সন্ধ্যায় প্রধান আসামি আসাদুলের বড় ভাই আশরাফুল ইসলাম, একই গ্রামের সইমুদ্দিনের ছেলে সুলতান ও ধীরেন্দ্র নাথের ছেলে শ্যামল চন্দ্রকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

আটকৃতরা ঘোড়াঘাট থানা পুলিশ হেফাজতে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে জানান পুলিশ।

আটক ইউএনও রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর